অনপেজ ও অফপেজ এস ই ও করার নিয়ম Part-2

এর আগে আমি এস ই ও নিয়ে লিখেছি । এটা আমার শেষ পার্ট। শেষ পার্টে আমি দেখাব কিভাবে আপনার সাইটের ব্যাকলিংক করাবেন। ব্যাকলিংক হলো অন্যা সাইটে আপনার লিংক পোস্ট করা।

আমরা অনেক সাইটে দেখতে পাই যে একটি কমেন্ট সেকশন থাকে সেখানে আপনার সাইটের লিংক দেওয়ার জায়গা থাকে। সেখানে আপনার সাইটের লিংক দিয়ে কমেন্ট করাই হল আপনার সাইটের জন্য একটা ব্যাকলিংক। আশাকরি বিষয় টি বোঝাগেছে। নিচের চিত্রটি দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে।



আশাকরি ব্যাকলিংক কী বোঝা গেছে।

এবার হলো সোসাইল বুকমার্কিংঃ এমন কিছু সাইট আছে যেখানে আপনার সাইটকে বুকমার্ক করে রাখতে পারেন। সেই সব সাইটকেই সোসাইল বুকমার্কিং সাইট বলা হয়।
্যেমোনঃ Digg.com, Rebbit.com ইত্যাদি সাইটকে সোসাইল বুকমার্কিং সাইট বলা হয়।

এই সাইটগুলোতে প্রথমে আপনাকে একটি একাউন্ট করে নিতে হবে। তারপর আপনার সাইটকে সেখানে বুকমার্ক করতে হবে।

এর ফলে আপনার সাইটে ভিজিটর বাড়বে। সার্চ ইঞ্জিন গুলোতে আপনার সাইট টপে আসার প্রবনতা বেশি থাকবে।

আশাকরি বোঝা গেছে সমস্যা থকলে যোগাযোগ করতে পারেনঃ 01717739588
Facebook: www.fb.com/Mr.Rubel.Hasan.me

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top