Latest News

আমি মোঃ খাবিরুল ইসলাম ঢাকা মেডিকেল ইস্কিন বিশেষগ্য। আমি যে টিপস টা দিব সেটি হল আপনি ঘরোয়া উপায়ে কিভাবে মুখের ব্রন ও কালো দাগ খুব সহযেই দূর করবেন। এর জন্য আপনাকে কোন কিছুই কিনতে হবে না এবং বেশি জিনিসের দরকারো নেই। এই উপায়ে আপনি হ্যান্ডসাম হবেন, খাবার রুচি বাড়বে, লম্বা হবেন এমনকি আপনার ২৩ টি রোগের কার্যকারিতা পাবেন।
প্রথমে আপনাকে লেবু সংগ্রোহ করতে হবে। রাত্রে সোবার সময় করলেও হবে অথবা ঘুম থেকে উঠিয়েও এই কাজটি করতে হবে। তারপর আপনাকে তক সহ্য করার মত গরম পানি করতে হবে। এবার এক গ্লাস গরম পানি নিন। তাতে একটি লেবু সম্পুর্ন টা কেটে রসগুল পানির সাথে মেশান। তারপর পানি গুল খেয়ে ফেলুন। এবের সেই লেবুটির খোসা থেকে হাত দিয়ে চিপিয়ে রসগুলো নিন এবং মুখে মাখুন। তারপর শুয়ে পড়ুন অথবা সকালে হলে কিচুক্ষন অপেক্ষা করে ধুয়ে ফেলুন, ব্যাস প্রতিদিন এরকোম করলে ৫ দিনের মধ্যে আপনি সম্পুর্ন ব্রন থেকে মুক্ত হবেন। প্রতিদিন এই নিয়ম মত কাজ করুন ব্যাস আপনার সব কিছু ঠিক হয়ে যাবে ইনশেআল্লাহ। এই পধ্যতি অবলম্বন করলে সবারি ব্রন ও কাল দাগ ১০০% দূর হয়ে যাবে, চ্যালেঞ্জ টিপস। সবাই ভাল থাকবেন।

1 comments:

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top