ইউটুব চ্যানেল বানিয়ে টাকা ইনকামের বিস্তারিত নিয়ম!


আসসালামুয়ালাইকুম। আমি রুবেল আজকে আমি দেখাব কিভাবে ইউটুবে চ্যানেল বানিয়ে তা থেকে টাকা ইনকাম করবেন। ইনকামের দিক থেকে যদি বলি ইউটুবে মোটামুটি বেশ ভালো ইনকাম করতে পারবেন, এই ইনকাম আপনি যে পরিমান আসা করেন ত্রর চেয়েও বেশি হবে ইনশাআল্লাহ। তো চলুন প্রথমে ইউটুবে একটি চ্যানেল তৈরি করি।

প্রথমে youtube.com যান, যদি আপনার ইমেইলে লগইন করা থেকে তো ভাল আর যদি না থাকে তাহলে ইমেইলে লগিন করে নিন।

এবার ডানদিকে উপরে আপনার এমেইল প্রফাইল দেখতে পারবেন সেখানে ক্লিক করুন। এবার নিচের ছবির মত দেখতে পারবেনঃ

সেটিংস অপশনে ক্লিক করুন, নিচের ছবির মত দেখা যাবেঃ




“একটি নতুন চ্যানেল তৈরি করুন” এই অপশনে ক্লিক করুন, তারপর নিচের ছবির মত দেখতে পারবেনঃ


আপনার চ্যানেলের নাম ক্যাটাগরি সিলেক্ট করে সম্পন্ন করুন, ব্যাস এখন আপনার চ্যানেল তৈরি শেষ এবার ৫ টি এউনিক ভিডীও আপলোড করুন। আবশ্যই ভিডীও গুলো ৩ মিনিটের উপরে হতে হবে। ইউনক ভিডীও বলতে নতুন ভিডীও যেগুল এর আগে ইউটুবে আপলোড করা হয় নি এমন ভিডীও আপলোড করতে 
হবে। তা না হলে আপনি এডসেন্স একাউন্ট পাবেন্না এবং আপনার ইনকামো হবে না, তাই ভিডীও আপলোড করতে অবশ্যই শতর্ক থাকুন।

এবার আপনার চ্যানেলটি ভেরিফাই করতে হবে। চ্যানেল ভেরিফাই করার জন্য ভিডীও পরিচালোক অপশনে ক্লিক করুন, নিচের ছবির মত দেখতে পারবেনঃ

এবার যাচাইয়ে ক্লিক করে আপনার ফোন নম্বর দিয়ে ভেরিফাই করে নিন। এর পর “নগরিদম” অথবা “Moniraijetion” এ “Enabel” এ ক্লিক করতে হবে। এখানে আপনি বিভিন্ন অপশন পাবেন, সবগুলোতে টিক দিয়ে সম্পন্ন করুন।

এবার নিচের ছবির মত নগারিদম সেটিংস এ ক্লিক করুনঃ


নগারিদম সেটিংস এ ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পারবনে। নিচ থেকে ২ নম্বরে ক্লিক করুন। ছবিতে দেখানো হলঃ



Adsence একাউন্ট জুড়ুন এই লিংকে ক্লিক করুন। এবার নিচের ছবির মত পরবর্তিতে ক্লিক করুনঃ

নিচের ছবির মত অপশন পাবেন। এখানে Sign in করলেই কাজ শেষ।


বিঃদ্রঃ এমেইল একাউন্টি খোলার সময় অবস্যই আপনার বয়স ১৮ বছরের উপরে দিবেন তা না হলে এডসেন্স সাপোর্ট করবে না।

এখন কত টাকা ইনকাম হল তা ইউটুবেও দেখতে পারেন। আপনার এডসেন্স একাউন্টে প্রবেশের জন্য এই এ লিংকে যেতে হবেঃ https://www.google.com/adsense এই লিংকে আপনার এডসেন্স একাউন্ডের সব তথ্য দেখতে পারবেন।

আপনার চ্যানেলে প্রতিদিন ৫ টি করে ভিডীও আপলোড করুন। ভিডীও গুলোতে ভিউ আনুন দেখবেন আপনার ইনকাম বাড়তেই থকবে। আপনার চ্যানেল এস ই ও করুন বেশি বেশি শেয়ার করুন ব্যাস আপনার ভিউ বাড়তে থকবে। ধন্যবাদ সবাইকে।

কোন সমস্যা থাকলে যোগাযোগ অরতে পারেনঃ 01717739588
Facebook: www.fb.com/Mr.Rubel.Hasan.me


এই পোস্টি MS-Word এর ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ
http://downloads.ziddu.com/download/25287711/how_to_earn_money_youtube.docx.html

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top