Latest News

অনপেজ (এস অই ও) ও অফপেজ (এস ই ও) করার নিয়ম Part - 1

আসসালামুয়ালাইকুম। আমি রুবেল। এর আগে আমি সম্পূর্ন এস ই ও সম্পর্কে লিখে ছিলাম। তাতে কিছু টপিক বাদ গিয়েছিল, আপনারা আমাকে ফোন ও ফেসবুকে তা নিয়ে লিখতে বলেছিলেন। তাই আজকে লিখতে বসলাম।


প্রথমে যেটি বাদ পড়েছিল, সেটি হল সাইট সার্চ ইঞ্জিনে সাবমিট করা। তো এখন আমি দেখাব কিভাবে আমাদের সাইটকে সার্চ ইঞ্জিনে সাবমিট করব অথবা জমা দিব।


নিচে আমি বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাইট সাবমিট করার লিংক ও ছবির মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম।


1 1.  Google: গুগোলে সাইট সাবমিট করতে আপনাদেরকে প্রথমে এই লিংকটিতে যেতে হবেঃ https://www.google.com/webmasters/tools/submit-url?continue=/addu



নিচের চিত্রের মত আপনার সাইট লিংক এবং ক্যাপসা পূরন করে সাবমিটে ক্লিক করুন।
 
এটাই গুগোলে সাইট সাবমিট করার নিয়ম।


1  2.  Yahoo/Binge: এই দুই সার্চ ইঞ্জিন একই প্রতিষ্ঠান তাই এদের কাছে লিংক সাবমিট ও একটু ভিন্ন। প্রথমে আপনাকে একটি মাইক্রসোফট একাউন্ট খুলতে হবে। গুগোলের মত এখানেও আপনি একটি মেইল এড্রেস পাবেন যেটা আপনার লিংক সাবমিটে কাজে লাগবে।


প্রথমে আপনার ব্রাউজারে মাইক্রসোফটে লগিন করে নিন। তারপর এই লিংকে যানঃ http://www.bing.com/toolbox/submit-site-url


এবার নিচের চিত্রের মত আপনার সাইটের লিংক ও ক্যাপসা পুরন করে সাবমিটে ক্লিক করুন।



এটাই মূলত সার্চ ইঞ্জিনে সাইট সাবমিটের নিয়ম। এটা মূলত অনপেজ এস ই ও এর মধ্যে পড়ে।



এবার সাইটে সাইট ম্যাপ সাবমিট করতে হবে। সাইট ম্যাপের জন্য গুগোল ওয়েব মাস্টার টুলসে যেতে হবে লিংকঃ https://www.google.com/webmasters/tools/home?hl=en
লিংকে যাওয়ার পর “ADD A PROPERTY” তে ক্লিক করতে হবে।
নিচের চিত্রের মত আপনার সাইটের লিংক দিয়ে কন্টিনিউ এ ক্লিক করতে হবে।


এবার আপনার সাইট ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনের জন্য নিচের মত Html tag এ ক্লিক করুনঃ




কোডটি কপি করে আপনার সাইটে “</head> ট্যাগের উপরে পাস্ট করুন। Save ক্লিক করে সেভ করুন। আপনার সাইট টি আরেকবার রিফ্রেস করুন। গুগোল ওয়েব মাস্টারে গিয়ে ভারিফাই এ ক্লিক করুন ব্যাস আপনার সাইট ভেরিফাই হয়ে যাবে। এবার আপনার সাইটের উপর ক্লিক করুন, তারপর নিচে ছবির মত “Add a Site mape” ক্লিক করুন।


এটি একটি  Html সাইট ম্যাপ কোড যেটি আপনার সাইটের সাইট ম্যাপ হিসাবে কাজ করবেঃ "atom.xml?redirect=false&start-index=1&max-results=500"

কোড টি কপি করে নিচের ছবির মত পেস্ট করুন এবং সাবমিট বাটোনে ক্লিক করুন।


সাবমিটে ক্লিক করার পর পেজটি রিফ্রেস দিন। ব্যাস আওনার সাইট ম্যপ এড হয়ে যাবে।

নতুনরা যারা আছেন তারা আগে আমার এস ই ও এর ফুল পোস্টি দেখে নিন। পস্টির লিংকঃ http://rubel-dot-com.blogspot.com/2016/03/blog-post.html

অনপেজ অপটিমাইজেশন শেস হল আশাকরি সবাই বুঝতে পেরেছে। এর পরে আমি অফপেজ অপটিমাইজেশনের বাঁকি টুকু নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।

কোন সমস্যা হলে যোগাযোগ করতে পারেনঃ 01717739588
Facebook: www.fb.com/Mr.Rubel.Hasan.me

 এই পোস্টি MS-Word এর ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ
http://downloads.ziddu.com/download/25287840/seo_onpage_offpage.docx.html

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top