AMAR SADH NA MITILO (Bengali: আমার সাধ না মিটিলো) is a Shyama Sangeet or more specifically a Kali Bhajan.
 Song Details :: AMAR SADH NA MITILO
Vocal & Music: Marcell
Theme : Spiritual Song
Label: Eagle Music

গানের কথা: আমার সাধ না মিটিলো আশা না পুরিলো সকলই ফুরায়ে যায় মা
জনমের শোধ ডাকি গো মা তরে কোলে তোলে নিতে আয় মা আমার সকলই ফুরায়ে যায় মা
পৃথিবীর কেউ ভালো তো বাসেনা এ পৃথিবী ভালবাসিতে জানেনা
যেথা আছে শুধু ভালবাসাবাসি সেথা যেতে প্রাণ চায় মা আমার সকলই ফুরায়ে যায় মা
বড় দাগা পেয়ে বাসনা ত্যজেছি বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি অনেক কেঁদেছি কাদিতে পারিনা বুক ফেটে ভেঙ্গে যায় মা আমার সকলই ফুরায়ে যায় মা

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top